নেতাজি জন্মবার্ষিকী : স্বাধীনতার আগেই এক স্বাধীন সরকার, এক অন্য স্বাধীনতার গল্প

দেশের স্বাধীনতা দিবস ১৯৪৭ সালের ১৫ আগস্ট। ছোটদের প্রশ্নোত্তরের সহজ উত্তর। কিন্তু দেশ থেকে ব্রিটিশ বিদায় নেওয়ার অনেক আগেই তৈরি হয়েছিল এক অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকার। ঘোষিত হয়েছিল পূর্ন স্বাধীনতা। দেশের মাটিতে অবশ্য নয়, সিঙ্গাপুরে। সৌজন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু।

২১ অক্টোবর ১৯৪৩। সূচনা হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায়ের। সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে ঘোষিত হয়েছিল অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু দায়িত্ব নেন সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান ও সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক রূপে। যুদ্ধ ঘোষণা হল ব্রিটেনের বিরুদ্ধে।

সেই হিসেবে দেখতে গেলে প্রথম স্বাধীন ভারতীয় সরকারের প্রধানমন্ত্রী সুভাষ। পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক দপ্তরের দায়িত্ব নিয়ে ২১ জন সদস্য নিয়ে পূর্ণ মন্ত্রিসভার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী মেজর জেনারেল এসি চ্যাটার্জি, নারীবিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন, প্রচার দপ্তরে এস এ আইয়ার ও আইন বিভাগে এনএন সরকার।

তারপরের ইতিহাস নেতাজির প্রতিশ্রুতি মতই। ৫ জুলাই সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের সমাবেশে নেতাজি বলেছিলেন, ‘‌বর্তমানে আমি তোমাদের অন্য কিছুই দিতে পারি না— দিতে পারি শুধু ক্ষুধা, তৃষ্ণা, কৃচ্ছ্রতা, ক্লেশপূর্ণ অভিযান অথবা হয়তো মৃত্যু। তবু যদি জীবনে–‌মরণে তোমরা আমায় অনুসরণ কর.‌.‌.‌ আমি তোমাদের জয় ও মুক্তির পথে নিয়ে যাব।’ একের পর এক রণাঙ্গনে বীরত্ব দেখাতে থাকল স্বাধীন সরকার পরিচালিত আজাদ হিন্দ বাহিনী। তারপর পরমাণু বোমা, আমেরিকার কাছে জাপানের পরাজয়। ধোঁয়াশাবৃত নেতাজি-রহস্য। জয় হয়তো তখনই আসেনি। কিন্তু পথ দেখিয়েছিলেন সেই ‘অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকার’-এর প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ