পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির জন্য এবার বাধ্যতামূলক হতে চলেছে প্যান কার্ড ও আধার কার্ড। স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা রাখতে গেলে প্যান ও আধার কার্ডের তথ্য গ্রাহক অবশ্যই জানাতে হবে বলে জানিয়ে গত শুক্রবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে গ্রাহক প্যান এবং আধার কার্ড জমা না দিলেও বিকল্প অন্য প্রমাণপত্র গৃহীত হত৷ কিন্তু এখন থেকে প্যান কার্ড ও আধার কার্ডের তথ্য দিতেই হবে৷ আধার এবং প্যান কার্ড জমা না দিলে দু’মাস পর্যন্ত সময় দেওয়া হবে গ্রাহককে। তারপর পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। তথ্য জমা দেওয়া হলে ফের অ্যাকাউন্টটি কার্যকর হবে।