মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

জগন্মোহন রেড্ডি

কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের! তাও আবার পোস্টার ছিঁড়ে ফেলার জন্য! ভাবতেও অবাক লাগছে তাই না? আসলেই ঘটনাটি সত্য। এই রকম অদ্ভুত ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায়। কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা।

সোশ্যাল মিডিয়ায় ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস নেতা ওয়াইএস জগন্মোহন রেড্ডির (Jagan Mohan Reddy) একটি পোস্টার দেওয়াল থেকে ছেঁড়ার চেষ্টা করছে। পোস্টারটি দেওয়াল থেকে ছিঁড়ে যেতেই কুকুরটি মুখে করে নিয়ে পালিয়ে গেল।পোস্টারে জগনমোহন রেড্ডির ছবির সঙ্গে লেখা ছিল, ‘জগন্নান্না মা ভবিষ্যথু’, অর্থাৎ, ‘জগন আন্না আমাদের ভবিষ্যৎ’। এই ভিডিও ভাইরাল হতেই অন্ধ্রের বিরোধী দল তেলেগু দেশম পার্টির দাসারি উদয়শ্রী এবং তার সহযোগী মহিলারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, জগনমোহন রেড্ডিকে ব্যঙ্গার্থে এই ঘটনা ঘটানো হয়েছে।

দাসারি উদয়শ্রী বলেন, ‘জগনমোহন রেড্ডির মতো নেতাকে অপমান করে কুকুরটি রাজ্যের ৬ কোটি মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি ওই কুকুর এবং কুকুরটির পিছনে যারা রয়েছেন, যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, তাদের গ্রেফতার করা উচিত’।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ