চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ঝড়বৃষ্টির কারণে রবিবার ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বিপত্তির মুখে পড়ে। গাছের ডাল ভেঙে পড়ে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ায় ও প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ওড়িশার বৈতরিণী ও মঞ্জুরী রোড স্টেশনের মাঝে আটকে পড়ে ট্রেন। কামরায় বিদ্যুৎ চলে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে রেলের তরফে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলেছে কাজ। কামরায় বিদ্যুৎ ফিরেছে। কিন্তু সম্পূর্ণ কার্যকর করা যায়নি বন্দে ভারতের ইঞ্জিন। অবশেষে প্রায় ৪ ঘন্টা আটকে থাকার পর রাত ০৮:২০ মিনিট নাগাদ অন্য ইঞ্জিন লাগিয়ে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করেছে ট্রেনটি।

এইদিন প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে পড়ে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ায় ও প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ওড়িশার বৈতরিণী ও মঞ্জুরী রোড স্টেশনের মাঝে বিকাল প্রায় ০৪:৩০ থেকে আটকে পড়ে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস৷ তবে রেলের টেকনিক্যাল টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। কামরার বিদ্যুৎ ফিরে আসে। যাত্রীদের জন্য খাবারের পাকেট ও জলের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে জানিয়ে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, ক্ষতির মেরামতি ও পরীক্ষামূলক সমীক্ষা চালিয়ে বন্দে ভারতের ইঞ্জিনটিকে সম্পূর্ণ কার্যক্ষম করা যায়নি। অবশেষে বন্দে ভারতে অন্য ইঞ্জিন লাগিয়ে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি।