Same Sex Marriage : “জননাঙ্গ একজন নারী বা পুরুষের সংজ্ঞা নয়”, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

Same Sex Marriage : "জননাঙ্গ একজন নারী বা পুরুষের সংজ্ঞা নয়", তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ নিয়ে শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্যের প্রক্ষিতে তিনি বললেন, “জননাঙ্গ একজন নারী বা পুরুষের সংজ্ঞা নয়, এটি অনেক বেশি জটিল।”

সমলিঙ্গ বিবাহে সামাজিক অস্বীকৃতির প্রসঙ্গ জানিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকার৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নারী ও পুরুষের বিবাহের বিষয়টি জোর দিয়ে শীর্ষ আদালতে উত্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তারই প্রেক্ষিতে সাংবিধানিক বেঞ্চের তরফে প্রধান বিচারপতি বলেন, “নারী ও পুরুষের সম্পূর্ণ ধারণা বলে কিছু নেই। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পুরুষ ও মহিলার কথা বলা হলেও, জননাঙ্গ একজন নারী বা পুরুষের সংজ্ঞা নয়, এটি অনেক বেশি জটিল।”

আরও পড়ুন:  Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

সলিসিটর জেনারেল বিষয়টির বিরোধিতা করে আইনগত সমস্যা, সামাজিক অস্বীকৃতি প্রভৃতি বিষয়কে তুলে ধরেন। সমলিঙ্গ বিবাহের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি ব্যক্তি অধিকারের প্রসঙ্গ তুলে সমলিঙ্গ বিবাহে রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেন।

আরও পড়ুন:  Abhishek CBI : অভিষেককে ফের চিঠি সিবিআইয়ের, হাজিরা আপাতত স্থগিত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ