BRAKING NEWS

Sikim Snowfall : সিকিমে তুষারধসে মৃত ৭, আহত বহু, আরও মৃত্যুর আশঙ্কা

সিকিমে তুষারধস জনিত দুর্ঘটনার পরে ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যে ৭ জন পর্যটকের মৃত্যুর খবর সামনে এসেছে। কিন্তু মৃত্যের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে, এখনও অনেকে আটকে আছেন তুষারে।

জানা গিয়েছে, গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল প্রশাসনের তরফে৷ কিন্তু পর্যটকেরা নিষেধ অমান্য করেই এগোতে ১৩ মাইল ছাঙ্গু রোডের কাছে তুষারধসের কবলে পড়েন। ৫-৬টি গাড়ি বিপর্যয়ের মুখে পড়ে। উদ্ধারকাজে নামে সেনা, সিকিম পুলিশ ও সিকিম প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল। আশঙ্কা করা হচ্ছে, ২০ থেকে ৩০ জন পর্যটক তুষারধসের নীচে চাপা পড়েন। এঁদের মধ্যে সাত জন পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অনেক পর্যটককে আহত অবস্থায় উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তুষার ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা৷ আটকে পড়া প্রায় ৩৫০ পর্যটক ও বহু গাড়িকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও চলছে উদ্ধারকাজ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply