১৯৯৯ সালের মে মাস। পাকিস্তানি সশস্ত্র বাহিনী কাশ্মীর এবং লাদাখের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে নিয়ন্ত্রণ রেখা টপকে প্রবেশ করে ভারতীয় ভূখণ্ডে এবং কার্গিল পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ঘাঁটি গাড়ে। শুরু হয় ভারত-পাকিস্তানের কার্গিল যুদ্ধ। দুই মাস ব্যাপী যুদ্ধের পর ২৬ জুলাই ১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় ঘোষণা করে। আসন্ন ২৬ জুলাইয়ের সেই বিজয় দিবস।
কার্গিল যুদ্ধকে নিয়ে রয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য-
১. এই লড়াইয়ে ভারতের অন্তত ৫৩৭ জন জওয়ান শহিদ হন। আহত হন প্রায় ১ হাজার ৩৬৩ জন জওয়ান।
২. যুদ্ধে প্রায় ২ লক্ষ ভারতীয় সেনা বিভিন্ন দায়িত্বে ছিলেন। কার্গিলে মোতায়েন ছিলেন প্রায় ৩০,০০০ ভারতীয় জওয়ান।
৩. বিশ্বের সবথেকে উঁচু স্থানে হওয়া যুদ্ধগুলির মধ্যে অন্যতম এই যুদ্ধে ভারতের তরফে নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন বিজয়’।
৪. পাকিস্তানের দাবি ছিল, কার্গিল যুদ্ধে তাদের ৩৫৭ জন সৈনিকের মৃত্যু হয়েছিল। যদিও ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী প্রায় তিন হাজারেরও বেশি পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধে।
৫. ভারতীয় এয়ারফোর্স ‘সফেদ সাগর’ অপারেশন করে ৩২ হাজার ফুট উচ্চতা থেকে যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তানি সেনার উপর হামলা চালায়। যা ভারতের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।