২ হাজার টাকার নোট বন্ধ করার ঘোষণা হয়েছে শুক্রবার। তারপরেই শনিবার কোটি কোটি বেওয়ারিশ টাকা উদ্ধার (Money Recovered)  হল খোদ সরকারি অফিসের বেসমেন্ট থেকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের যোজনা ভবনে৷ টাকার স্তুপের সঙ্গে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট।

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরের যোজনা ভবনের বেসমেন্টে একটি কাপপোর্ডের ভিতরে টাকার স্তুপ পড়ে থাকতে দেখেন কয়েকজন আধিকারিক। খবর দেওয়া হয় পুলিশের। টাকার সঙ্গেই উদ্ধার হয় সোনার বিস্কুট। পুলিশ টাকা ও সোনা বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে মোট ২.৩১ কোটি টাকা ও ১ কেজি সোনার বিস্কুট।


জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ কুমার শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমস্ত টাকা ও সোনা বাজেয়াপ্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সরকারি অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে বিষয়টি জানানো হয়েছে।