Sunday, October 1, 2023

Kargil War : পরমবীর চক্র যোগেন্দ্র সিং যাদব, টাইগার হিল জয়ের নেপথ্য কারিগর

প্রকাশিত:

- Advertisement -

ভারতের কার্গিল যুদ্ধ জয় অনেকের সম্মিলিত প্রচেষ্টার ফল। তার অন্যতম ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ ও অসীম বীরত্ব। এই অনেকের মধ্যেও কয়েকজনের একক প্রচেষ্টা ও অসাধারণ কীর্তি যুদ্ধজয়কে নিশ্চিত করেছিল। তেমনই একজন সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব।

মাত্র ১৬ বছর ৫ মাস বয়সে ভারতীয় সেনায় যোগ দেন যোগেন্দ্র সিং যাদব। যুক্ত হন ১৮ গ্রেনেডিয়ারের সঙ্গে। কার্গিল যুদ্ধে রেজিমেন্টের ঘাতক দলেরর কম্যান্ডো প্লাটুনের অংশ হিসাবে তাঁদের দলকে টাইগার হিলের তিনটি কৌশলগত বাঙ্কার দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯৯৯ সালের ৪ঠা জুলাই ভোরবেলা একটি উল্লম্ব, তুষারে ঢাকা, ১০০০ ফুট পাহাড়ের শীর্ষে অবস্থিত বাঙ্কারগুলির দখল অভিযানে যাদব স্বেচ্ছায় আক্রমণের নেতৃত্ব দেন।

আরও পড়ুন:  Kargil Vijay Diwas : বিজয় দিবসের প্রাক্কালে কার্গিল যুদ্ধের কিছু তথ্য

তিনি সেই উলম্ব খাড়াইয়ে প্রথম আরোহণ করেন এবং দলের বাকিদের জন্য দড়ি ঝুলিয়ে দেন। অর্ধেক উপরে যাওয়ার পর একটি শত্রু বাঙ্কার থেকে মেশিনগান এবং রকেট ফায়ার আসে তাঁদের দলকে লক্ষ্য করে। প্লাটুন কমান্ডার এবং অন্য দু’জন তার আঘাতে শহীদ হন। যাদবের কুঁচকি এবং কাঁধে একাধিক গুলি লাগে। কিন্তু তা সত্ত্বেও, যাদব অবশিষ্ট ১৮ ফুট আরোহণ করেন। গুরুতর আহত হলেও, তিনি প্রথম হামাগুড়ি দিয়ে শত্রু বাঙ্কারের কাছে পৌঁছে গ্রেনেড ছোড়েন, চার পাকিস্তানি সৈন্যকে হত্যা করেন। ফলে প্লাটুনের বাকি সদস্যরা পাহাড়ের উপরে উঠে আসেন।এরপর দুই সহকর্মী সৈন্যের সাথে বাঙ্কারে হাতাহাতি যুদ্ধে ৪ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেন। ফলে টাইগার হিল দখল সফল হয়।

যাদব ১২টি গুলিতে বিদ্ধ হয়েছিলেন। তবুও রণাঙ্গনে অসীম বীরত্ব ও সাহসিকতার সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে আনেন। তাঁর এই কৃতিত্বের জন্য যোগেন্দ্র সিং যাদবকে সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়। মাত্র ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ সৈনিক হিসাবে তিনি এই সম্মান পান। ২০২১ সালের ৩১ ডিসেম্বর অনারারি ক্যাপ্টেন হিসাবে সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব ভারতীয় সেনা থেকে অবসর গ্রহণ করেন।

 

x

Latest articles

ISRO : এবার শুক্রগ্রহ অভিযান ইসরোর, চলছে শুক্রযান-১ এর প্রস্তুতি

চাঁদ সূর্যের পর এবার মিশন শুক্রে। গত মঙ্গলবার ISRO র চেয়ারম্যান জানিয়েছেন শুক্র মিশনের...

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ১লা অক্টোবর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

Horoscope Today: আজকের রাশিফল ১/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

আরও খবর

Todays Petrol Diesel Price 27/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

IIT Kharagpur : বিশেষ কোর্স করাবে আইআইটি খড়গপুর, জানুন বিস্তারিত

পেশাদার জগতে ক্লাউড কম্পিউটিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো বিভিন্ন বিষয়ের চাহিদা ক্রমবর্ধমান। বর্তমানে বিষয়গুলি নিয়ে...

Bratya Basu : শিক্ষা মন্ত্রীর কথায় আশার আলো চাকরিপ্রার্থীদের

"চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ!" গানটি গাওয়া হয়ে ওঠেনি অনেক অঞ্জন দত্তের। নিয়োগ...