নাবালিকা বিবাহ রুখতে কেন্দ্রের পদক্ষেপের রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট। সঙ্গে কেন্দ্রের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রককে রাজ্যগুলির কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য নেওয়ারও নির্দেশ দেওয়া হল।
দেশে নাবালিকা বিবাহ নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, ২০০৬ সালে নাবালিকা বিবাহ প্রতিরোধ আইন লাগু হলেও তার যথোপযুক্ত প্রয়োগ না হওয়ায় নাবালিকা বিবাহ হয়েই চলেছে। এরপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি পিএস নরসীমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার তিন সদস্যের বেঞ্চ কেন্দ্রের কাছে নাবালিকা বিবাহ রোধে কেন্দ্রের পদক্ষেপের রিপোর্ট চায়। সেই সঙ্গে কেন্দ্রের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রককে রাজ্যগুলির কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এইদিনের শুনানিতে কেন্দ্র শীর্ষ আদালতকে জানায় দেশের মহিলাদের বিবাহের নূন্যতম বয়স ২১ বছর করার বিলটি ইতিমধ্যে সংসদে পাশ হয়ে স্ট্যান্ডিং কমিটির কাছে বিচারাধীন। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
- Advertisement -