ই-শ্রম পোর্টালে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের মধ্যে যারা এখনও রেশন কার্ড পাননি তাঁদের অবিলম্বে খাদ্য সুরক্ষা আইনের আওতায় এনে রেশন কার্ড দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে সমাজ কর্মীদের এক আবেদনের প্রেক্ষিতে৷

পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন ও রেশন দেওয়ার জন্য ২০২১ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কয়েকজন সমাজকর্মী শীর্ষ আদালতে আবেদন করে জানান, কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আদমসুমারি না হওয়ার সুযোগ নিয়ে ১০ কোটিরও বেশি মানুষকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতার বাইরে রেখেছে, তাঁরা রেশন কার্ডও পাননি।

জনপ্রিয় খবর:  Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয়, ই-শ্রম পোর্টালে নথিভুক্ত সব শ্রমিকদের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনতে হবে এবং রেশন কার্ড দিতে হবে।