TCS Layoff : এবার কি টিসিএস-ও করবে ছাঁটাই! বিবৃতি দিল কোম্পানি

TCS Layoff : এবার কি টিসিএস-ও করবে ছাঁটাই! বিবৃতি দিল কোম্পানি

অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমশ গতিরুদ্ধ হচ্ছে তথ্যপ্রযুক্তির। বিশ্বজুড়ে একের পর এক প্রথম সারির তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি করছে কর্মী ছাঁটাই। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রতিনিয়ত ভয় ধরাচ্ছে চাকরি যাওয়ার বহর। টুইটার, ফেসবুক, গুগল, ইয়াহু ছাঁটাইয়ের তালিকায় সবাই৷ ইতিমধ্যে বাজারে গুজব ছড়ায়, ছাঁটাই করতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম তথ্য প্রযুক্তি কোম্পানি টিসিএস তথা টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

সম্প্রতি হাওয়ায় খবর ভেসেছিল, ছাঁটাই করতে চলেছে টিসিএস। ভারতের তথ্যপ্রযুক্তি বাজারে বড় নাম টিসিএস। তাদের কর্মী সংখ্যাও বিপুল। সে ক্ষেত্রে বাজারে এমন গুজবে তৈরি হয় আতঙ্ক। তারই প্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস-এর তরফে জানানো হয়ে, প্রতিভাকে আরও বিকশিত করে তোলায় বিশ্বাসী। এখন ছাঁটাইয়ের কথাই ভাবা হচ্ছে না।

কোম্পানির মানবসম্পদ বিভাগের মুখ্য আধিকারিক মিলিন্দ লক্কড় পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কোম্পানি ছাঁটাইয়ের কথা ভাবছে না। তিনি আরও জানিয়েছেন, একবার কাউকে নিয়োগ করলে, সেই কর্মীর প্রতি দায়িত্ববোধ থাকে টিসিএস এর। তাঁদের কর্মক্ষম করে তোলা এবং তাঁদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার দায়িত্ব সংস্থার। দক্ষতা এবং সংস্থার চাহিদার মধ্যে ব্যবধান তৈরি হলে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কর্মীদের প্রশিক্ষিত করে তোলা হয়। কোম্পানির আধিকারিকের এই আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংস্থার হাজার হাজার কর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ