তৃণমূলের রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফেলেইরো। তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পরেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংসদ পদ থেকে এই পতত্যাগে রাজনৈতিক অলিন্দে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন ফেলেইরো। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ২০২১ সালে কংগ্রেস ত্যাগ করেন। তারপর ঐ বছরেই সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন তিনি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ থাকা নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সেই স্থানে তৃণমূলের তরফে মনোনয়ন পেয়ে রাজ্যসভার সাংসদ হন ফেলেইরো। তাঁর সাংসদ হিসাবে মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত।

জনপ্রিয় খবর:  Supreme Court : শীর্ষ আদালতে ধাক্কা মমতা সহ বিরোধীদের, সিবিআই-ইডি অপব্যবহার মামলা খারিজ

তবে গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে বর্ষীয়ান নেতার সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বেড়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের। এখন তিনি দল থেকেও ইস্তফা দেন কিনা সেটাই দ্রষ্টব্য।