উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। জামিন পেয়েই উন্নাওয়ে নাবালিকা দলিত নির্যাতিতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অভিযুক্তদের বিরুদ্ধে। আগুনে ঝলসে গিয়েছে নির্যাতিতার ছ’মাসের সন্তান এবং দু’মাস বয়সের বোন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ১১ বছর বয়সী এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগে জেলে যায় দুই যুবক। ঐ বছরের সেপ্টেম্বরে এক পুত্রসন্তানের জন্ম দেয় নির্যাতিতা নাবালিকা। সম্প্রতি অভিযুক্তরা জামিন পেয়েছে।

অভিযোগ, এর আগে মামলা তোলার জন্য দলিত নাবালিকার পরিবারকে হুমকি দেওয়া হত। জামিনে মুক্তি পেয়েই অভিযুক্তরা নির্যাতিতার বাড়িতে এসে নাবালিকা এবং তাঁর মাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তারপর তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় নাবালিকার ছ’মাস বয়সি পুত্রসন্তানের শরীরের ৩৫ শতাংশ এবং নাবালিকার দু’মাস বয়সী বোনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।