সামনেই ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দ-র জন্মদিন। রাজ্যের বর্তমান করোনা আবহে বিজেপির তরফে কাজ শুরু করবে ‘বিবেক বাহিনী’।
- Advertisement -
করোনা সংক্রমণ শুরুর পরে ২০২০ সালে সিপিএম এর তরফে গড়ে ওঠে স্বেচ্ছাসেবক গোষ্ঠী রেড ভলেন্টিয়ারস বাহিনী। সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে প্রচারও শুরু হয়। সেই সময়ে তাঁদের কাজ প্রশংসা কুড়িয়েছিল আমজনতার। বর্তমানে সামনেই রাজ্যে চারটি পৌরসভায় পুরভোটে। করোনা আবহে নির্বাচন কমিশনের নির্দেশে নিয়ন্ত্রিত প্রচার। তাই স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের ব্যবহার করতে চায় বিজেপি নেতৃত্ব।
- Advertisement -
বর্তমানে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি চিকিসক ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বে করোনা আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দেবে বিজেপি-র চিকিৎসক প্যানেল। রাজ্যের করোনা আক্রান্তদের বাড়িতে ওষুধ-সহ অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা। সেই দায়িত্বে বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তারই নামাঙ্কিত ‘বিবেক বাহিনী’র কাজের সূচনা করবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।