Wrestlers Protest : গঙ্গায় পদক বিসর্জন দেবেন কুস্তিগিরেরা, বসতে চলেছেন আমরণ অনশনে

Wrestlers Protest : গঙ্গায় পদক বিসর্জন দেবেন কুস্তিগিরেরা, বসতে চলেছেন আমরণ অনশনে

মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গায় সব পদক বিসর্জন দিতে চলেছেন দেশের সেরা কুস্তিগিরেরা। সেই সঙ্গে ন্যায় বিচারের দাবিতে ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসার কথাও ঘোষণা করেছেন আন্দোলনরত সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ারা।

কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনও দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার সময় দিল্লি পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে তাঁদের। টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে আটক করা হয় বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সঙ্গিতা ফোগট, সাক্ষী মালিক এবং আরও অনেক কুস্তিগিরকে।

সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তীব্র প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে সারা দেশে৷ বিজেন্দ্র সিংহ, নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদেরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার কুস্তিগির তরফে পদক গঙ্গায় বিসর্জন দিয়ে আমরন অনশনের ঘোষণা করা হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ