National Science Day : এক নজরে সি.ভি. রামনের সংক্ষিপ্ত জীবনী

National Science Day : এক নজরে সি.ভি. রামনের সংক্ষিপ্ত জীবনী

প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন আবিষ্কার করেছিলেন ‘রামন এফেক্ট’। যার জন্য তিনি নোবেল পুরষ্কারের ভূষিত হন। ১৯২৮ সালের ২৮ শে ফেব্রুয়ারি এই ভারতীয় পদার্থবিদ আবিষ্কার করেন ‘রামন এফেক্ট’। সেই আবিষ্কারের দিনটিই পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে৷

৭ নভেম্বর ১৮৮৮, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে জন্ম চন্দ্রশেখর ভেঙ্কট রামনের। পিতা রমানাথন চন্দ্রশেখরন ছিলেন পদার্থ বিজ্ঞান ও গণিতের শিক্ষক। তাঁর সংগ্রহের বই পড়েই প্রথম পদার্থবিদ্যায় আগ্রহ জন্মায় চন্দ্রশেখরের৷ প্রথমে পদার্থবিদ্যায় ব্যাচেলর ডিগ্রি ও পরে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজ থেকে এম এ – তে প্রথম স্থান অর্জন করেন তিনি। দুই পরীক্ষাতেই পেয়েছিলেন স্বর্ণপদক। ১৮ বছর বয়সে অর্থ দফতরে চাকরি পান। কর্মস্থল কলকাতা। তার মধ্যেই চলতে থাকে গবেষণা। ১৯০৬ সালে তাঁর আলোর প্রকৃতি নিয়ে গবেষণাপত্র প্রকাশ পায় ‘ফিলোসফিক্যাল ম্যাগাজিন’-এ। ১৯১৭ সালে আশুতোষ মুখার্জির আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসাবে যোগ দেন রামন।

আরও পড়ুন:  National Science Day : বিজ্ঞান দিবসে কি কি ছিল বিগত কয়েক বছরের থিম

সমুদ্রের জল নীল কেন, এই কৌতুহল থেকেই গবেষণা। কলকাতার ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স এর গবেষণাগারে ২৮ ফেব্রুয়ারি ১৯২৮ রামন এফেক্ট আবিষ্কৃত হয়৷ ১৯৩০ সালে এই গবেষণার জন্য পান নোবেল পুরস্কার। বিজ্ঞানে তিনিই প্রথম এশিয়ান নোবেল পুরস্কার প্রাপক। এছাড়াও তিনি পান ভারতরত্ন (১৯৫৪) ও লেলিন শান্তি পুরস্কার (১৯৫৭)। ১৯২৯ সালে পান নাইট উপাধি। ২১ নভেম্বর ১৯৭০ সালে বেঙ্গালুরুতে প্রয়াণ ঘটে বিজ্ঞানীর। ১৯৮৬ সাল থেকে ২৮ ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ