GNE NEWS DESK:রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সংসদের অধিবেশনে যোগ দিতে রয়েছেন দিল্লিতে। আর ঠিক এইসময়ই তাঁর লোকসভা কেন্দ্র এলাকায় ভাঙন ধরল বড়সর আকারে। চার প্রভাবশালী নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আর এই নিয়ে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষও করতে ছাড়েননি। তবে এবিষয়ে এখনো বিজেপির থেকে কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি।
বুধবার দলবদল করেন চার বিজেপি নেতা খড়গপুরে তৃণমূলের জেলা সদর দফতরে। এনাদের মধ্যে রয়েছেন সংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, বিজেপির খড়গপুর উত্তর মণ্ডল প্রাক্তন সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও খড়গপুরের বিজেপি নেতা সজল রায়।
২০২১-এর নির্বাচনের আগে খড়পুরে চার বিজেপি নেতার দলবদল গেরুয়া শিবিরের কাছে বড়সড় ধাক্কায় মনে করছেন রাজনৈতিক মহল। যা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
তবে আসন্ন নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের বিজেপির পশ্চিমবঙ্গ দখলের নকসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর তৃণমূলীয় দল মনে করছেন সেখানেই সাংসদ তথা দলের জেলা সভাপতির ঘনিষ্ঠ একের পর এক নেতা তৃণমূলে যোগ দেওয়ায় ঘাসফুল শিবির বাড়তি অক্সিজেন পাবে।