

GNE NEWS DESK : কেশপু্রে স্থানীয় লোকেদের অভিযোগ এলাকারই একটি ক্লাবের ছেলেরা মিলে গভীর রাতে তুমুল হইচই করছিল ক্লাবের ভিতর এবং তার সাথে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এই দৃশ্য দেখে স্থানীয় কএকজন প্রতিবাদ করতে গেলে তাদের বেধরোপ মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে, এমনকি পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে পরোক্ষ ভাবে এলাকাবাসিকেই দায়ী করেন।
এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত রাজারবাগান এলাকায়। এমনকি বিষয়টা শুধু এখানেই থেমে থাকেনি। মদ্যপ অবস্থায় ওই যুবকরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কএক জনের বাড়িতে ঢুকে তুমুল ভাঙচুড় চালায় এমনটাও অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তৃনমূলের দিকে অভিযোগের আঙুল তোলে তারা দাবি করেন ওই ক্লাবের যে সব সদস্য তৃনমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারা এলাকার বিজেপি করা বাড়ি গুলোর ওপর হামলা করছে।
আবার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃনমূল সদস্যরা দাবি করেছেন এই কান্ডটি বিজেপির লোকেরাই ঘটিয়েছে। পুলিশের বিরুদ্ধেও চুড়ান্ত অসহযোগিতার অভিযোগ এনেছে এলাকাবাসিরা।
পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে এখন অবধি কাউকে গ্রফতার করা হয়নি।