IPL 2020 : এবি ডিভিলিয়ার্স এর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ জিতলো ব্যাঙ্গালোর
Bangalore won the match with AB de Villiers’ explosive batting
GNE NESW DESK : আইপিএল ২০২০ এর ৩৩ তম ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হয়েছিল, আরসিবি ৭ উইকেটে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। লক্ষ্য তাড়া করে আরসিবি ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়।এবি ডিভিলিয়ার্স তার বিস্ফোরক ইনিংসের জন্যে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।
এদিন রাজস্থানের ইনিংস বেন স্টোকস-রবিন উথাপ্পা ভালো শুরু করেছিল, উভয় ব্যাটসম্যানই ৫০ রানের জুটি গড়েন। তারা আউট হওয়ার পর স্টিভ স্মিথ রাজস্থানকে এগিয়ে নিয়ে যায়। স্মিথ ৫৭, বেন স্টোকস ১৫, রবিন উথাপ্পা ৪১, বাটলার ২৪ রান করেন। রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে।
১৭৮ রান তাড়া করতে নেমে ফ্রিঞ্চ দ্রুত আউট হলেও আরসিবির হয়ে বিরাট কোহলি-দেবদূত পাদিকাল ভালো ব্যাটিং করে। ক্যাপ্টেন বিরাট কোহলি ৪৩, দেবদূত পাদিকাল ৩৫ রান করে আউট হয়।
কোহলি ও পেডিকাল আউট হওয়ার পর , সেখান থেকে রাজস্থান ম্যাচে প্রত্যাবর্তন করেছিল, কিন্তু এবি ডিভিলিয়ার্স একায় ম্যাচটি উল্টে দিয়েছিল। ডিভিলিয়ার্স ২২ বলে ৬ টি ছয় ও একটি চারের সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থেকে ম্যাচ জেতান। আরসিবির শেষ ওভারে ম্যাচ জিততে ১০ রান দরকার ছিল, ডিভিলিয়ার্স চতুর্থ বলে ছয় মেরে দু বল বাকি থাকতেই ম্যাচ জেতান।