- Advertisement -
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হতে চলা যুব কমনওয়েলথ গেমসে যাওয়ার যোগ্যতা ছিনিয়ে নিয়েছেন ওড়িশার প্রতিভাবান অ্যাথলিট বাপি হাঁসদা।
২০০৮ সালে বাবাকে হারানোর পর থেকে জীবন সংগ্রাম কঠোর ছিল বাপির। কিন্তু হার মানেননি। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ পুরুষদের ৪০০ মিটার হার্ডলস ইভেন্টে ৫১.৩৮ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় করে রুপো জেতেন তিনি। তার আগে ১৮তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডল রেসে ৫১.৯৫ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। ওড়িশার বালেশ্বরের ছেলে এবার দৃঢ় প্রতিজ্ঞ বৃহত্তর আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করতে।