BRAKING NEWS

Border Gavaskar Trophy: নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে রোহিতের পর ব্যাট হাতে ক্যাঙ্গারুদের আক্রমণ করলেন অক্ষর-জাড্ডু

Border Gavaskar Trophy: নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে রোহিতের পর ব্যাট হাতে ক্যাঙ্গারুদের আক্রমণ করলেন অক্ষর-জাড্ডু, GNE BANGLA

আজ ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে এক উইকেটে ৭৭ রানে এগিয়ে থেকে খেলতে শুরু করে। কিন্তু দল মাত্র ১৬৮ রানে ৫ উইকেট হারায়। এরপর ভারতকে ফিরিয়ে আনে রোহিত, জাদেজা ও অক্ষর প্যাটেলের ইনিংস।

নাগপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। ভারত ৭ উইকেটে ৩২১ রান করেছে। রবীন্দ্র জাদেজা ৬৬ ও অক্ষর প্যাটেল ৫২ রান করে অপরাজিত রয়েছেন। টিম ইন্ডিয়ার লিড এখন ১৪৪ রান। জাদেজা ও অক্ষরের মধ্যে রয়েছে ৮১ রানের অপরাজিত জুটি। ভারতের হয়ে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা।

IND vs AUS: হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই 'এক্স-ফ্যাক্টর' খেলোয়াড়কে রোহিত-দ্রাবিড় সুযোগ দিতে বাধ্য হবে

আমরা আপনাকে জানিয়ে রাখি যে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান দল। মার্নাস লাবুশেন করেন ৪৯ রান। স্পিনার রবীন্দ্র জাদেজা ৫ উইকেট এবং অশ্বিন ৩ উইকেট নেন। সিরাজ ও শামি ১টি করে উইকেট পেয়েছেন।