আগামী ১০ ই ফেব্রুয়ারী মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ (T20 World Cup 2023) শুরু হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৭ দিন ধরে চলা এই টুর্নামেন্টে (T20 World Cup 2023) মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্যে ভারত ১২ ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে কেপ টাউনে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
- Advertisement -
দেখে নেওয়া যাক কেমন হল ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ স্কোয়াড। ভারতীয় দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সারওয়ানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় এবং শিখা পান্ডে।
- Advertisement -
বিশ্বকাপে গ্রুপ বি তে রয়েছে ভারত। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরুর পর ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি। ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে।