T20 World Cup : বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, আগামী ১২ ই ফেব্রুয়ারি কেপটাউনে ম্যাচ

T20 World Cup : বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, আগামী ১২ ই ফেব্রুয়ারি কেপটাউনে ম্যাচ

 

ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ফের মুখোমুখি হতে চলেছে। আগামী ১২ ই ফেব্রুয়ারি কেপটাউনে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পরস্পরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দেশেরই এই টি২০ বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ।

আগামী ১০ ই ফেব্রুয়ারী মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ শুরু হতে চলেছে এবারের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এর দুইদিন পরেই যুযুধান হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারতপাকিস্তান। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল দীপ্তি শর্মা, রেণুকা সিং, রাধা যাদব, শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শুরু করবে অভিযান।

আরও পড়ুন:  T20 World Cup : বিশ্বকাপে দলের বাইরে অধিনায়ক, সমস্যায় দক্ষিণ আফ্রিকা

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল একবারও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। ২০২০ সালে ভারত ছিল রানার আপ। অস্ট্রেলিয়া ৫ বার, ইংল্যান্ড ১ বার ও ওয়েস্ট ইন্ডিজ ১ বার এই ট্রফি জিতেছে। প্রথমবার এই ট্রফি জিততে ভারতীয় দল, বিসমাহ মারুফের নেতৃত্বাধীন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই মরিয়া থাকবে তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ