- Advertisement -
রবিবার আমেদাবাদে গুজরাত টাইটান্স বনাল চেন্নাই সুপার কিংস আইপিএল ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য করা যায়নি টসও, ভেস্তে গিয়েছে খেলা। সোমবার ফাইনালের রিজার্ভ ডে থাকায় এইদিন ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আইপিএল কর্মকর্তাদের চিন্তায় রাখছে আবহাওয়া। রবিবারের মতোই সোমবার ফের বৃষ্টি হলে কি হবে পরিস্থিতি! তাই প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপর৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবারও বৃষ্টির সম্ভাবনা আমেদাবাদে৷ যদিও সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও তাতে খেলা বাতিলের সম্ভাবনা কম। সোমবার সকালে আমদাবাদে অল্প বৃষ্টি হয়েছে। আকাশও ছিল মেঘে ঢাকা। সন্ধ্যায় আকাশে মেঘ থাকলেও রাত বৃদ্ধির সাথে আকাশও ক্রমশ মেঘমুক্ত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।