আসন্ন যুব কমনওয়েলথ গেমস ২০২৩। আগামী ৪ ঠা আগস্ট থেকে ত্রিনিদাদ ও টোবাগো দ্বীপপুঞ্জে সপ্তম কমনওয়েলথ যুব গেমস শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতায় ভারতকে পদকের আশা দেখাচ্ছেন ১৬ বছর বয়সে জ্যাভলিন থ্রোয়ার অর্জুন।
এই বছর ৪ ঠা থেকে ৬ আগস্ট পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হতে চলা যুব কমনওয়েলথে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্জুন। ১৬ বছর বয়সী অর্জুন শালিমার বাগের মডার্ন পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। মাত্র ১২ বছর বয়স থেকেই জ্যাভলিনকে বেছে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দেশ সাফল্য পেয়েছে তাঁর সৌজন্যে৷
২০২২ সালে চতুর্থ এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে দেশের হয়ে রৌপ্য পদক জেতেন অর্জুন। কুয়েত ও উজবেকিস্তানে অনুষ্ঠিত চতুর্থ ও পঞ্চম এশিয়ান অনুর্ধ্ব-১৮ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেন এবং ২০২২ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত ১৭তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পান। এরপর থেকে যুব কমনওয়েলথকে লক্ষ্য স্থির করে অনুশীলনে ব্যস্ত তিনি। তাঁকে নিয়ে দেশের অ্যাথলেটিকস স্বপ্ন দেখছে।