শুরু হতে চলেছে যুব কমনওয়েলথ ২০২৩। আগামী দিনের ক্রীড়া তারকাদের মঞ্চ। এই বছর আগামী ৪ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ত্রিনিদাদ ও টোবাগো দ্বীপপুঞ্জে সপ্তম কমনওয়েলথ যুব গেমস অনুষ্ঠিত হবে। অবশ্য যুব কমনওয়েলথ গেমসের শুরুটা হয়েছিল ২০০০ সালে। তারপর থেকে প্রতি চার বছর অন্তর হয়ে আসছে। যদিও ২০২১ সালে অতিমারির কারণে তা পিছিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে।
১৯৯৭ সালে কমনওয়েলথ গেমস ফেডারেশন কমনওয়েলথ যুব গেমস সংক্রান্ত প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপন করে। ১৯৯৮ সালে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারপর ২০০০ সালের ১০ থেকে ১৪ আগস্ট স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল প্রথম যুব কমনওয়েলথ গেমস। ৩ দিন ব্যাপী চলা এই আসরে ৮ টি খেলায় অংশ নেন ১৫টি দেশের ৭৭৩ জন ক্রীড়াবিদ, ২৮০ জন কারিগরি কর্মকর্তা ও কর্মচারী এবং ৫০০ জন স্বেচ্ছাসেবক।
অ্যাথলেটিকস, অসিচালনা, জিমন্যাস্টিকস, হকি, লন টেনিস, স্কোয়াস, সাঁতার ও ভারোত্তলন এই ৮ বিভাগে ১৪-১৮ বছর বয়সী ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ যুব কমনওয়েলথের আসর বসেছিল ২০১৭ সালে বাহামা দ্বীপপুঞ্জে। ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ৬৫টি দেশের ১০৩৪ জন প্রতিযোগী অংশ নেন। ৮ টি ক্রীড়া বিভাগে মোট ৯৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি পদক জিতেছিল ইংল্যান্ড।