ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।১৭ জন খেলোয়াড়ের এই দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা, আর প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করা মার্কো জেনসেনও দলে জায়গা করে নিতে পেরেছেন। এছাড়া দলে আছেন ওয়েন পার্নেল, সিসান্দা মাগালা ও জুবায়ের হামজা।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৯ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি এবং তৃতীয় ম্যাচ ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
- Advertisement -
টেম্বা বাভুমা এই দলের অধিনায়ক থাকবেন এবং কেশব মহারাজ সহ-অধিনায়কের দায়িত্ব নেবেন। সম্প্রতি টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া কুইন্টন ডি ককও নির্বাচিত হয়েছেন। দলে ফিরেছেন ডোয়াইন প্রিটোরিয়াস, তবে ইনজুরির কারণে দলে রাখা হয়নি এনরিকে নর্টজেকে। নিতম্বের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ফাস্ট বোলার নর্টজে তার পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন।
- Advertisement -
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, মার্কো জেনসেন, জানমান মালান, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিলে ফেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিডি, কাগিডি , তাবরেজ শামসি, রাসি ভ্যান ডের ডুসেন, কাইল ভার্ন।