BRAKING NEWS

T20 World Cup : বিশ্বকাপে দলের বাইরে অধিনায়ক, সমস্যায় দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তারই আগে সমস্যায় আয়োজক দল। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন খোদ অধিনায়ক ড্যান ভ্যান নিকার্ক। টি২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup 2023) আগেই স্বপ্নভঙ্গ।

সম্প্রতি গোড়ালির হাড় ভেঙে ছিল নিকার্ক-এর। সুস্থ হলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে দলে আসা সুনে লাস। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেও তিনিই নেতৃত্ব দেবেন।

অন্যদিকে এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। টুইটারে ভ্যানের সমকামী স্ত্রী তথা দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সদস্য মারিয়ান কাপ তাঁর একটি ছবি দিয়ে টুইট করেন, “বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক।” সেই সঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্বকাপ দল থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন মারিয়ান। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপে নিকার্কের লেগ স্পিন এবং ব্যাটিং-এর অভাব টের পেতে পারে দক্ষিণ আফ্রিকা।