More

  প্রণব নেই, জৌলুস হারিয়েছে ১২৬ বছরের মুখোপাধ্যায়ের বাড়ির পুজো

  সেজে উঠছে বীরভূমের মিরাটি গ্রামের মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay) বাড়িও।পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সব জায়গায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukhopadhyay)বাড়ির পুজো এবার ১২৬ বছরে পদার্পণ করবে এই পুজো।

  spot_img

  Must Read

  সেজে উঠছে বীরভূমের মিরাটি গ্রামের মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay) বাড়িও।পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সব জায়গায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukhopadhyay)বাড়ির পুজো এবার ১২৬ বছরে পদার্পণ করবে এই পুজো।

  ১৮৯৫ সালে লাভপুরের মিরাটি গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পিতামহ জঙ্গল মুখোপাধ্যায়।নিয়ম মতো পরিবারের একজনকে সরাসরি পুজোয় সামিল হতে হবে। প্রথা মেনেই প্রতিবছর এই পুজোয় অংশ নিতেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়।

  পুজোর সমস্ত কাজ থেকে মন্ত্র ও চণ্ডীপাঠ, নিজেই করতে প্রাক্তন রাষ্ট্রপতি। কাজের ব্যস্ততার মধ্যেও তিনি ফিরে এসেছেন গ্রামের বাড়ির পুজোয়।প্রতিবছর মুখোপাধ্যায় বাড়ির পুজোর আড়ম্বর দেখার মতো। স্থানীয়দের কাছে মুখোপাধ্যায় বাড়ির পুজো এক অন্য অনুভূতি।

  পুজোর আগে থেকেই শুরু হয়ে যেত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আনাগোনা। কড়া নিরাপত্তাবলয় থাকত বাড়ির চারপাশে।দিল্লি থেকে ফিরেই পুজোয় বসতেন প্রাক্তন রাষ্ট্রপতি। মহাআড়ম্বরে চলত মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো। ভিড় জমাতেন গ্রামের মানুষও।

    পুরুলিয়ায় উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

  প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর খানিক জৌলুস হারিয়েছে সেই পুজো।তার মৃত্যুর পর প্রথা মেনে বাড়ির দুর্গা পুজোয় সরাসরি অংশগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিত্‍ মুখোপাধ্যায়।

    পুরুলিয়ায় উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

  পুজোর রীতিনীতিতে কোনও ভাটা পড়েনি। অন্যান্য বছরের মতো এ বছরও শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি।

  বাড়ির সামনের কাঁদর নদী থেকে ঘট ভরে জল এনে পুজোর সূচনা করবেন প্রণব পুত্র অভিজিত্‍।বাবার অবর্তমানে কতটা দায়িত্ব নিয়ে পুজো করতে পারছে প্রণবপুত্র সেই দিকে তাকিয়ে গ্রামবাসী। বাড়ির পুজোর কোনো নিয়ম বাদ যাবেনা বলে সূত্রের খবর।

  - Advertisement -

  Latest News

  পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৭/১০/২০২১

  আজ ২৭শে অক্টোবর ২০২১ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গেছে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জন করোনা...
  - Advertisement -

  More Articles Like This

  - Advertisement -