Garbeta : ফের কঙ্কাল কান্ড! সুশান্ত ঘোষের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে থানায় তৃণমূলের শ্যামল
চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য পঞ্চায়েত ভোটের আগে ফের সামনে এলো কঙ্কাল কান্ড। গড়বেতার বেনাচাপড়া দাসেরবাধ এলাকার বাসিন্দা কঙ্কাল কান্ডের মুল অভিযোগকারী ও সাক্ষী শ্যামল আচার্য সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক….