অবশেষে ভারতে নিষিদ্ধ করা হলো পাবজি (PUBG) সহ ১১৮ মোবাইল অ্যাপ
Finally, 116 mobile apps, including PUBG, were banned in India
GNE NEWS DESK; ভারতের কেন্দ্রীয় সরকার অবশেষে নিষিদ্ধ বলে ঘোষণা করল পাবজি(PUBG) সহ ১১৮ মোবাইল অ্যাপ। তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’
এর আগে কেন্দ্রীয় সরকার টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, অবশেষে ভারতে নিষিদ্ধ করা হলো পাবজি (PUBG)সহ করে দেয়। কেন্দ্র তরফে জানানো হয়েছে, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চিনা সংস্থা ইতিমধ্যেই সেই তালিকাভুক্ত হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০০৯ সালের তথ্য-প্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুসারে ভারতে ১১৮ মোবাইল অ্যাপের উপর নিষেজাজ্ঞা জারি করা হয়েছে। চিনের আইন অনুসারে সেদেশের সব অ্যাপ সংস্থাগুলো চিনা গোয়ান্দা সংস্থার সঙ্গে তথ্য আদানপ্রদানে বাধ্য। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ।
[qws]Tags:Finally, 116 mobile apps, including PUBG, were banned in India