জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে শর্ত, না মানলেই বন্ধ হবে আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp)
GNE TECH DESK:হোয়াটসঅ্যাপ-কে ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে বেশ সুরক্ষিত প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে ফেসবুক।গ্রাহকের তথ্যের এখতিয়ার নিতে একরকমের জোরজবরদস্তি শুরু করেছে (WhatsApp) অ্যাপটি!
সম্প্রতি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের তথ্য নেয়া ও বিনিময়ের সম্মতি চেয়েছে হোয়াটসঅ্যাপ। তাদের মত হলো– কেউ যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চায়, তাহলে তাকে এই শর্তে সম্মতি দিয়েই পরিষেবা চালু রাখতে হবে। নাহয় গ্রাহকের অ্যাকাউন্ট মুছে দেয়া হবে।
হঠাৎ করেই প্রাইভেসি পলিসি পরিবর্তনের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন নীতি গ্রহণ না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।
হোয়াটসঅ্যাপের এই একরোখা সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন, প্রতিক্রিয়াও জানিয়েছেন। টেসলা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল কিংবা টেলিগ্রাম ব্যবহারের আহ্বান জানান।