দিল্লি:করানোর মাঝেই ভূকম্পনে কেঁপে উঠলো দিল্লি।আজ দুপুরে নাগাদ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাণ ছিল ৪.৪। সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মিট ডিপার্টমেন্ট ডাইরেক্টর সিসমোলজি জে এল গৌতম জানিয়েছেন, “রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল দিল্লি-ইউপি সীমান্তের নিকটে ,”
করোনভাইরাসকে নিয়ন্ত্রণ করতে লকডাউন হওয়ার পর থেকে এই কেন্দ্রস্থল থেকে এটি তৃতীয় ভূমিকম্প।তঃসূঃ- NDTV