GNE NEWS DESK:লকদাউন এ অন্য যে সকল সুবিধা দেওয়া হয় তার মধ্যে একটি ছিল উজ্জ্বল যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা বলা হয়।
এই প্রকল্পের আওতায় যে মহিলারা পরেন তাদের কে এই সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও যাদের মোবাইল নম্বর গ্যাস সংস্থার সাথে যুক্ত আছে তারাই এই সুবিধা পাবেন।
নাম নথিভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্পের ওয়েবসাইট এ গিয়ে ফ্রম পূরণ করতে হবে। হোম পেজ খোলার পর একটি ফ্রম দেওয়া হবে সেটিকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যাদি দিতে হবে।
এরপর ফ্রমটিকে নিকটবর্তী এলপিজি সেন্টারে জমা করতে হবে। নাম নথিভুক্ত করার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর। এর সঙ্গে যার নাম নথিভুক্ত করা হবে তার বয়স ১৮ এর নিচে হলে চলবেনা। অন্যদিকে আবার সেই পার্থীর একটি বিপিএল কার্ড ও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
ইতিমধ্যেই গ্যাস বিতরণ শুরুও হয়েছে। ১৪.২ কেজির গ্যাস ৩ টি পাবেন গ্রাহকরা। অন্যদিকে ৫ কেজির গ্যাস ৩ মাসে ৮ টি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,