আবার সমস্যা প্রাথমিকে! এবার ডিএলএড এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

 

সোমবার ডিএলএড-এর ফাইনাল পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে৷ যা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড এর ফাইনাল পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা ছিল সোমবার৷ দুপুর ১২টা থেকে দুপুর ২ টো পর্যন্ত পরীক্ষা ছিল। অভিযোগ উঠেছে সকাল ১১ টার আগেই হোয়াটসঅ্যাপে হুবহু একই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। যদিও GNE Bangla-র তরফে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের অভিযোগ, সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চলছে৷ তদন্ত কমিটির মাধ্যমে পুরো বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷ পড়ুয়াদের কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ