সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কড়া শিক্ষা দফতর, আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাজ্যে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি করার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে বহু বছর। কিন্তু অভিযোগ বহু শিক্ষক শিক্ষিকা সেই নির্দেশকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে যথেচ্ছ টিউশন করেই চলেছেন। অবশেষে সেই বিষয়ে কড়া নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের চিঠি দিয়ে এই বিষয়ে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষক শিক্ষিকাদের আইন অমান্য করে প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টার চালানোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁদের তরফে বারংবার হয়েছে আন্দোলন, জমা পড়েছে পিটিশন। অবশেষে গত ২৭ শে জুন রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কমিশনারের তরফে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের ‘প্রাইভেট টিউশন নিষিদ্ধকরণ’ শীর্ষক নির্দেশে বলা হয়েছে, ‘রাইট অব চিল্ড্রেন টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ২০০৯’ আওতায় উক্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়া জেলা স্কুল ইন্সপেক্টরদের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, সরকার অধীনস্থ বা সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল, মাদ্রাসার শিক্ষকরা গৃহশিক্ষকতা বা অন্য কোনও ধরনের ব্যক্তিগত শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ