সংঘ নেত্রী পরিবর্তনের দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, উত্তেজনা গোপীবল্লভপুরে

সংঘ নেত্রী পরিবর্তনের দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, উত্তেজনা গোপীবল্লভপুরে

সংঘ নেত্রীর বিরুদ্ধে স্বসহায়ক দলের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে টাকা আদায়, স্বনির্ভর গোষ্ঠিকে সরকারি সুযোগ-সুবিধা বিলি বন্টনে স্বজন পোষনের অভিযোগ তুলে ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্বসহায়ক দলের মহিলারা। মঙ্গলবারের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিস চত্বরে।

ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের স্বসহায়ক আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, অঞ্চলের সরস্বতী সংঘের সভানেত্রী সুষমা ঘোষ দলগুলোর কাছ থেকে লোন পাশ হলে নিয়মবহির্ভূত ভাবে ৫০০ টাকা করে আদায় করেন। যার কোন প্রকার রসিদ দেন না। সরকারি বিভিন্ন ট্রেনিং কিংবা হাঁস মুরগি এলে বিতরণ ক্ষেত্রে স্বজন পোষন করেন সংঘ নেত্রী বলে অভিযোগ তুলেন আলমপুর ৬ নম্বর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাই এদিন সংঘ নেত্রী সুষমা ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে প্রায় শতাধিক মহিলা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে এসে বিক্ষোভ দেখান এবং বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ‌‌‌ জমা দেন। তবে আলমপুর অঞ্চলের সরস্বতী সংঘের নেত্রী তথা যে সুষমা ঘোষ এর বিরুদ্ধে অভিযোগ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘের ২০১৭ সালের লিখিত রেজুলেশন অনুযায়ী দলগুলোর কাছ থেকে টাকা আদায় করা হত অঞ্চলের সামাজিক কাজে সহায়তা করার জন্য। সেভাবে বিভিন্ন সামাজিক কাজে যা খরচ করা হয়েছে তার হিসাবও আছে। তবে ২০০ র বেশি দল থাকলেও এই টাকা দিয়েছে মাত্র ১৫ থেকে ১৬ টি দল। তবে যেহেতু প্রতিবাদ উঠছে তাহলে আগামী দিনে কোন টাকা দাবি করা হবেনা বলে জানান সংঘ নেত্রী সুষমা ঘোষ। পাশাপাশি বলেন, সুযোগ সুবিধা বিলি বন্টনের ক্ষেত্রে নেত্রী সিদ্ধান্ত নেন না। অঞ্চলের তিনটি সিএসপি যা নির্ধারণ করে তার ভিত্তিতে কাজ হয়।

আরও পড়ুন:  রক্তাক্ত কেশপুর! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, উড়লো তৃণমূল কর্মীর হাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ