সৎকারের প্রস্তুতি মাঝেই উঠে বসলেন মৃত যুবক,কঁকিয়ে উঠলেন যন্ত্রণায়
GNE NEWS DESK:রোগীকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন তারা। তার লাশ সৎকারের করার প্রস্তুতি শুরু হয়েছিল। এমন সময় হঠাৎ উঠে বসলেন সেই যুবক। যন্ত্রণায় কঁকিয়ে উঠলেন। তাকে দেখে তো তখন মর্গে উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।
জানা গেছে, আফ্রিকার কেনিয়ার কেরিচো কাউন্টিতে কাপকাটেট হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পিটার কিগেনকে। চিকিৎসকরা একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও তার শরীরে প্রাণ খুঁজে পাননি। ফলে তাকে মৃত বলে ঘোষণা করে দেন তারা। পিটার কিগেনের লাশ রাখা হয় মর্গে। সেখানেই তার শরীর থেকে রক্ত বের করার প্রক্রিয়া শুরু করবেন বলে ঠিক করেন কর্মীরা।
৩২ বছর বয়সী পিটারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর হঠাৎ উঠে বসেন তিনি। ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। সেই ফুটো দিয়ে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করছিলেন তারা। তখনই যন্ত্রণায় কাঁকিয়ে উঠলেন ওই যুবক। এর পরই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। ফিরে পান নতুন জীবন।