ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক টুইটারে ‘আনফলো’ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ফের ‘ফলো’ করা শুরু করেছে তারা। এই ঘটনাক্রমে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে টুইটারে দেখা যায় প্রশান্ত কিশোর তথা পিকের সংস্থা আইপ্যাক এর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেরিফায়েড অ্যাকাউন্টটি আনফলো করা হয়েছে। রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর পরিবেশিত হওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, সম্ভবতঃ প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের পরই পরিসমাপ্তি ঘটতে চলেছে।
- Advertisement -
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার বিকেলে দেখা যায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ফলো করা শুরু করেছে আইপ্যাক। এই ঘটনাক্রমে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।