কালিয়াগঞ্জ ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপি ধর্না মঞ্চ থেকে বনধের ঘোষণা করেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।
বিগত কিছুদিন ধরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল এলাকা। দ্বাদশ শ্রেণির ঐ কিশোরী ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। পুলিশকে বেধরক পিটিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে৷ ইতিমধ্যে কালিয়াগঞ্জ সংলগ্ন রাধিকাপুর পঞ্চায়েতের চাঁদগ্রামে রাত ২ টো নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুঞ্জয় বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবককে নিজেদের কর্মী দাবি করে পুলিশের বিরুদ্ধে রাতে গ্রামে হানা দিয়ে গুলিচালনার অভিযোগ এনেছে বিজেপি।
ঘটনার প্রতিবাদে পুলিশ ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ঘটনাক্রমের প্রতিবাদে বিজেপির তরফে উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচিতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে বিজেপির বনধের ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। সতর্ক প্রশাসনও।