BRAKING NEWS

Budge Budge Blast : পুলিশি তল্লাশি, উদ্ধার ২০ হাজার কেজি বাজি, গ্রেপ্তার ৩৪ জন

দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পরেই তৎপর পুলিশ। রবিবারের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর জখম হয়েছেন। এরপরেই এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২০ হাজার কেজি বেআইনি বাজি। গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে।

রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে জয়শ্রী ঘাটি (৬৫) এবং পম্পা ঘাটি (১০) নামে দুই মহিলার। গুরুতর জখম হয়েছেন ১ জন।

এই ঘটনার পর থেকে ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে মহেশতলা এবং বজবজ থানার পুলিশে শুরু করে তল্লাশি অভিযান। বাজিপাড়া হিসাবে প্রসিদ্ধ নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকায় চলে তল্লাশি। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ বাজি। গ্রেফতার করা হয়েছে ৩৪ জনকে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাজি ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Leave a Reply