রাজ্য
রাজ্যের স্বাস্থ্যসচিবের পদ থেকে বদলি করা হল বিবেক কুমারকে
বিবেক কুমারকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল। পরিবর্তে পশ্চিমবঙ্গের নতুন স্বাস্থ্য সচিব হচ্ছেন নারায়ণ স্বরূপ নিগম বলে জানা যাচ্ছে।
বিবেক কুমার কে পাঠানো হয়েছে পরিবেশ দফতরের প্রিন্সিপ্যাল সচিবের দায়িত্বে। তাঁর পরিবর্তে নতুন স্বাস্থ্য সচিব করা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমকে। তিনি ছিলেন পরিবহণ দফতরের সচিব।তবে করোনা পরিস্থিতিতে তড়িঘড়ি করে কেন স্বাস্থ্য সচিবকে বদলি করেছে রাজ্য, তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায় নি।
ANI (@ANI) Tweeted:
West Bengal Principal Health Secretary Vivek Kumar transferred and posted as Principal Secretary Environment Department, West Bengal. https://twitter.com/ANI/status/1260079974440071171?s=20