পুজোর আগেই পেনশন , সুখের হওয়া বাংলার ঘরে ঘরে


Pension before Pujo, happy home in Bengal
GNE NEWS DESK : গত শনিবারই রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলার সমস্ত মৎস্যজীবী ও কৃষক ভাইদের হাতে পুজোর আগেই পেনশন হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হবে। পুজোর মুখেই এইরূপ পরিকল্পনার মাধ্যমে বাংলার মৎস্যজীবী , কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। করোনা আবহে পুজোর আগেই তাদের হাতে তুলে দেওয়া হবে পেনশন বাবদ অগ্রিম টাকা।
করোনা আবহে রাজ্যের দুর্গত মানুষদের পাশে এভাবেই দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে রাজ্য সরকার।এর আগেও নানা ভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে রাজ্য সরকার।করোনা আবহে ফ্রিতে রেশনের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।অনুমান করা হচ্ছে বিধানসভা নির্বাচনের পূর্বে এভাবেই নিজেদের ভুল ত্রুটি শুধরে মানুষের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। এরপরেও নানাবিধ উন্নয়নের পরিকল্পনা আছে তাদের।তৃণমূল সরকারের মতামত অনুসারে বিধানসভা নির্বাচনের পর তারা ক্ষমতায় এলে এই উন্নতির ধারা অপরিবর্তিত থাকবে।
এদিকে আগামী নির্বাচনে নিজেদের জায়গা পাকা করার জন্য তৎপর কেন্দ্রের বিজেপি(BJP) সরকার। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের পাহাড় ফুটিয়ে তুলছে সাধারণ মানুষের সম্মুখে। সোশ্যাল মিডিয়া তেও তারা তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে তুলেছে সমালোচনার ঝড়।এতে অন্যতম ভূমিকা পালন করছে বিজেপির আইটি সেল। যদিও করোনা আবহে সব পরিকল্পনাই অনিশ্চিত।