বদলি হলেন চার জেলার এসপি, সরিয়ে দেওয়া হল হুগলি গ্রামীণের পুলিশ সুপার
SPs of four districts have been transferred
GNE NEWS DESK: আরামবাগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ পাওয়ার পর থেকেই সরগরম রাজনৈতিক মহল। চার জেলার পুলিস সুপারকে বদলি করা হল অন্য জেলায়। তবে সবচেয়ে বড় চমক হল হুগলি গ্ৰামীণের এসপির বদল।
এই প্রসঙ্গে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। আর তা পেশ করেছে রাজ্য পুলিশের আইজি। তাতে বলা হয়েছে যে,
১. হুগলি রুরালের এসপি ছিলেন তথাগত বসু। তাঁকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন হিসেবে।
২.নিউটাউন জোনের ডিসি ছিলেন কে সেন। তাঁকে পাঠানো হচ্ছে বারুইপুর পুলিস জেলার এসপি-র পদে।
৩.বারুইপুর পুলিস জেলার এসপি ছিলেন রশিদ খান মুনীর। তাঁকে ডিসি এসএসডি হিসেবে পাঠানো হচ্ছে যাদবপুর ডিভিশনে।
৪.দার্জিলিংয়ের এসপি ছিলেন অমরনাথ কে। তাঁকে পাঠানো হচ্ছে এসটিএফের এসপি পদে।
৫.কোচবিহারের এসপি ছিলেন এন সন্তোষ। তাঁকে পাঠানো হচ্ছে দার্জিলিংয়ের এসপি-র পদে।
৬. বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ছিলেন আমনদীপ। তাঁকে পাঠানো হচ্ছে হুগলি জেলার এসপির পদে।
৭.মহম্মদ সানা আখতারকে পাঠানো হচ্ছে কোচবিহারের এসপির পদে।
৮. শিলিগুড়ি এসটিএফ-র এসপি ছিলেন আশীষ মৌর্ষ। তাঁকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে।