স্কুল কলেজ সব বন্ধ থাকবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়
School and college will all be closed until the situation returns to normal, Perth Chatterjee said
GNE NEWS DESK: করোনা ভাইরাসের জেরে গত কয়েকমাস ধরে বন্ধ সমস্ত স্কুল কলেজ। কিন্তু আনলক-৪ এ এসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছে কেন্দ্র, কিন্তু তাতে অভিভাবকদের অনুমতি লাগবে। তবে এ রাজ্যে কবে স্কুল খুলবে তা নিয়ে মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha chatterjee) জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবা হবে না।
এদিন স্কুল খোলা নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার কথা ভাবা হবে। করোনায় আক্রান্তের সংখ্যা হু–হু করে বাড়ছে। কলেজ–বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়েন তাঁরা অনেকটাই সিনিয়র। কিন্তু এই পরিস্থিতিতে স্কুল কী করে খোলা হবে? করোনা মোকাবিলায় যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড রয়েছে তাঁর সদস্যরাও যথেষ্ট শঙ্কিত। এই পরিস্থিতিতে পড়াশোনা কীভাবে করানো যায়, ছাত্রছাত্রীদের কাছে কীভাবে পৌঁছনো যায়, সেটা আমাদের দেখা দরকার। সেটা আমরা দেখছিও। এখন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তারপর পুনর্বিবেচনা করা হবে।’
সুতরাং এদিন তাঁর বক্তব্য থেকে এটা পরিস্কার বোঝা যাচ্ছে, কেন্দ্র নির্দেশিকা জারি করলেও রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধই থাকছে। এদিকে এদিন তিনি জানান, স্নাতক স্তরে ভর্তির জন্য আসনের কোনোরকম সমস্যা নেই রাজ্যে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সবাই যাতে ভর্তি হতে পারে। কিন্তু মূল সমস্যা হলো এই যে পছন্দসই কলেজে ভর্তি হতে না পারার।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,