Dilip slammed the state government for allegedly supporting Islamic militant groups
GNE NEWS DESK : ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তার বক্তব্য , ” রাজ্য সরকারের জন্যই বাংলার জঙ্গি সংগঠনের এত বার-বারন্ত “। বাংলা থেকে ৬ জন আল কায়দা জঙ্গি কে গ্রেফতার করেছে NIF
এই ঘটনা কে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে সরব হয়েছে বিরোধীরা।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন , বিজেপি তে যোগ দেওয়ার অপরাধে সাধারণ মানুষকে গ্রেফতার করছে পুলিশ অথচ জঙ্গি দের ধরার বেলায় ব্যর্থ হচ্ছে পুলিশ।এছাড়াও তৃণমূল সরকারের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আনেন দিলীপ ঘোষ।যার মধ্যে অন্যতম হলো তৃণমূল সরকারের জন্যই জঙ্গলমহলে জঙ্গি দের গতিবিধি বাড়ছে, তৃণমূল সরকারের লোকেরাই বিজেপির নেতাদের খুন করছে।এদের জন্যই দেশে জঙ্গি কার্যকলাপ। তার অন্যতম বক্তব্য তৃণমূল সরকার মানুষের নিরাপত্তার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।
কংগ্রেস NIA’র গ্রেফতারের প্রসঙ্গেও রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি দিলীপ ঘোষ। অধীররঞ্জন চৌধুরীর (adhir Ranjan chowdhury) বক্তব্য হল বাংলার পুলিশের ব্যর্থতা আমরা আগেই দেখেছি । এর আগেও খগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরনের পর জানা যায় সেটা ছিল জঙ্গি দের গা ঢাকা দেওয়ার আখড়া।কিন্তু এ বিষয়ে পুলিশ এর কাছে কোনো খবরই ছিল না।এই বিস্ফোরনে মুর্শিদাবাদেরও নাম জড়িয়ে ছিল।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,