রাজ্যসভা থেকে সাসপেন্ড ৮ সাংসদ
Suspended from Rajya Sabha 8 MP
GNE NEWS DESK: রবিবার রাজ্যসভায় কৃষি সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়। আর এরপরই শুরু হয় তুমুল হইচই। এই হইচই ক্রমে ধস্তাধস্তিতে পরিণত হয়। বিরোধীদের বক্তব্য ছিল ওই বিল রাজ্যসভায় পেশ করার আগে তা পাঠানো হোক সিলেক্ট কক্ষে।
কিন্তু প্রধানমন্ত্রীর তাদের দাবি নাকচ করে সরাসরি সেই বিল রাজ্যসভায় পেশ করেন। এরপরই শুরু হয় তুমুল হট্টগোল। ডেরেক রুল বুক দেখাতে চাইলে মার্সেল দের সাথে তার তুমুল ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির ফলে ছিঁড়ে যায় রুল বুকের কপি।
এরপর সোমবার অধিবেশন শুরু হওয়ার প্রাতকালে ওই অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো তৃণমূলের ডেরেক ওব্রায়েন, দোলা সেন, (Dola Sen) সিপিএমের কেক রাগেশ, এলামারাম করিম, কংগ্রেসের রাজীব সতাব,রিপুন বোরা, সৈয়দ নাসির হোসেন এবং আপের সঞ্জায় সিংহ কে। অবশ্যই এরপরই তিনি ঘোষণা করেন ডেপুটি চেয়ারম্যান এর ওপর বারোটি বিরোধীদলের আনার প্রস্তাব খারিজ করে দেওয়া হল।কারণ নিয়ম অনুযায়ী নোটিশ দিতে হয় ১৪ দিন আগে।