ফের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, পুরোহিত ভাতার তালিকায় সাহা, ঘোষ, বিশ্বাসদের নাম
GNE NEWS DESK: এর আগে তৃণমূলের মুখ পুড়েছে আমফানের ক্ষতিপূরণ দুর্নীতিতে হাতেনাতে ধরা পড়ে। এবার একই রকম দুর্নীতি ধরা পড়লো পুরোহিত ভাতার তালিকাতেও। নদিয়ার তেহট্ট থেকে এই অভিযোগ ওঠে এসেছে। তৃণমূল জেলা পরিষদ সদস্যের স্বামী নিলয় সাহার নাম এসেছে প্রকৃত পুরোহিতদের নামের বদলে, ঠিক এমনটাই অভিযোগ ওঠে এসেছে। এই নিয়ে পুরোহিতরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে ঘোষণা করেন পশ্চিমবঙ্গে ৮,০০০ পুরোহিতকে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে। অবশ্য বিজেপি সেদিনই অভিযোগ করেছে রাজ্য সরকারের এই প্রকল্প আসলে দলের কেষ্টবিষ্টুদের পাইয়ে দেওয়ার অরেক প্রকল্প। তবে সেই অভিযোগ যে একেবারে মিথ্যা নয় তা পুরোহিত ভাতার প্রাপকদের তালিকা প্রকাশ হতেই দেখা গেল।
তেহট্ট থেকে পুরোহিতরা অভিযোগ জানায়, জেলা পরিষদ সদস্য টিনা সাহার স্বামী নিলয় সাহার নাম রয়েছে সেই পুরোহিতদের তালিকায়। অথচ কোনো প্রকৃত পুরোহিতের নাম নেই সেখানে। ঘোষ, সরকার, বিশ্বাস পদবির ব্যক্তিদেরও নাম রয়েছে এই তালিকায়। স্থানীয় পুরোহিত সংগঠনের তরফে দাবি জানায়, যারা কখনো পুরোহিত হতে পারে না তাদের নাম এসেছে তালিকায়।
অস্বস্তির মুখে দায় এড়াতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন টিনা সাহা। তাঁর দাবি, ‘দলেরই কেউ চক্রান্ত করে আমার স্বামীর নাম তালিকায় ঢুকিয়েছে। আমরা ব্রাহ্মণ নই। তালিকায় আমার স্বামীর নাম থাকার কথা নয়। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাবো।’