GNE NEWS DESK: সিপিএম কর্মী খুনের তদন্তের জন্য বারবার ছত্রধর মাহাতকে ডাক পাঠিয়েছিল NIA । কিন্তু বার বার সে গড়হাজির থাকে এবং জানা গেছে গত মাসে কলকাতায় এসেও আদালতে হাজিরা দেননি ছত্রধর মাহাতো।
তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী তিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন।এর সাপেক্ষে করোনা পজিটিভ এর রিপোর্ট ও আদালতে পেশ করেছিলেন তার আইনজীবী।
এই বিষয়টি নিয়ে প্রবল সন্দেহ বাসা বাধে NIA এর গোয়েন্দাদের মনে তাই তারা ঝাড়খন্ডের CMOH চিঠি পাঠিয়ে তার অসুস্থতার বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চান।
ওই চিঠিতে তারা তিনটি প্রশ্ন করেন সেগুলি হল- প্রথমত ঝাড়গ্রাম হাসপাতালে কোন চিকিৎসকের অধিনে ছত্রধর চিকিৎসাধীন ছিলেন, দ্বিতীয়ত তার করোনা রিপোর্ট ওই হাসপাতাল থেকেই দেওয়া হয়েছে কিনা
এবং তৃতীয়ত ছত্রধরের সঙ্গে কোন নম্বরে তারা যোগাযোগ করেছেন। দীর্ঘ এক দশক জেলে কাটানোর পর গত বছরই মুক্তি পায় ছত্রধর এবং এরপরই সে তৃনমূলে যোগ দেয়।